এই দেশে
শেখ আব্দুল আজিজ
শাপলা শালুক কলমি ভাসে
এই দেশেরই ঝিলে।
ঝিনুক শামুক মৎস থাকে
এই দেশেরই বিলে।
দোয়েল কোয়েল পাপিয়া গায়
এই দেশেরই কুঞ্জে;
গরুর গাড়ীর দুলকী চলে
এই দেশেরই গঞ্জে।
রাখাল বাজায বাঁশের বাঁশি
এই দেশেরই মাঠে;
কৃষক বধূ জলকে চলে
এই দেশেরই ঘাটে।
কৃষান কৃষাণী ফসল ফলায়
এই দেশেরই গাঁয়;
পল্লীবধূ নায়রে যায়
এই দেশেরই নায়।
নকশী কাঁথার নকশী কাটে
এই দেশেরই দাদী;
উজান ভাটায় পলল ছড়ায়
এই দেশেরই নদী।
শিকায় ঝোলে নঁকশী হাড়ি
এই দেশেরই ঘরে;
কামার কুমার সবাই খাটে
এই দেশেরই তরে।
শিল্পী কবি ছড়া কাটে
এই দেশেরই শানে,
শহর ছেড়ে ছুটে আসে
এই দেশেরই টানে।
সবার ক্ষুধায় ভাত যোগায়
এই দেশেরই ধান;
খোকাখুকুর নাচন জাগায়
এই দেশেরই গান।
শেখ আব্দুল আজিজ
শাপলা শালুক কলমি ভাসে
এই দেশেরই ঝিলে।
ঝিনুক শামুক মৎস থাকে
এই দেশেরই বিলে।
দোয়েল কোয়েল পাপিয়া গায়
এই দেশেরই কুঞ্জে;
গরুর গাড়ীর দুলকী চলে
এই দেশেরই গঞ্জে।
রাখাল বাজায বাঁশের বাঁশি
এই দেশেরই মাঠে;
কৃষক বধূ জলকে চলে
এই দেশেরই ঘাটে।
কৃষান কৃষাণী ফসল ফলায়
এই দেশেরই গাঁয়;
পল্লীবধূ নায়রে যায়
এই দেশেরই নায়।
নকশী কাঁথার নকশী কাটে
এই দেশেরই দাদী;
উজান ভাটায় পলল ছড়ায়
এই দেশেরই নদী।
শিকায় ঝোলে নঁকশী হাড়ি
এই দেশেরই ঘরে;
কামার কুমার সবাই খাটে
এই দেশেরই তরে।
শিল্পী কবি ছড়া কাটে
এই দেশেরই শানে,
শহর ছেড়ে ছুটে আসে
এই দেশেরই টানে।
সবার ক্ষুধায় ভাত যোগায়
এই দেশেরই ধান;
খোকাখুকুর নাচন জাগায়
এই দেশেরই গান।
mugdhotay mohito holam...
উত্তরমুছুন