পৃষ্ঠাসমূহ

বুধবার, ৮ জানুয়ারী, ২০১৪

টং দোকানে পুড়লো গণতন্ত্র...

চায়ের কাপের ঝড়, আগুনে পোড়ে খড়,
টং দোকানের খড়ের ছাউনী  দপ করে ওঠে জ্বলে...


মত মানো না, তারা ক’জন বলছে ‘হবে’, তুমি বলছো ‘না’
মুখে তোমার সাথে সাথে গরম চায়ের ঝাপটা...
কণ্ঠে আর্ত চিৎকার...

শুরু হলো হাতাহাতি, মালামালের লুটোপুটি
পানের খিলা হাতে বসে আছ নিরপেক্ষ দোকানী, পালাবে কোথায়?
মরবে পুড়ে, কেউ একজন পেট্রল বোম  দিয়েছে ছুড়ে।

দপ করে খড়ের ছাউনী  জ্বলে ওঠে...
জ্বলে ওঠে নিরীহ টং দোকানীর ছেঁড়া লুঙ্গি,
সম্মুখে তখন অ্যাকশনের নানা ভঙ্গি...

ঝগড়া পাগল জাতির কিসের আবার মত, কিসের গনতন্ত্র!
বিবাদ হলো অকালকুষ্মান্ডকুলের প্রিয় মূলমন্ত্র!

৭/১/২০১৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন