পৃষ্ঠাসমূহ

রবিবার, ১৯ জানুয়ারী, ২০১৪

এক নন্দদুলাল

আরেকটু বাঁকিয়ে চোখের চাহনি এই আরকেটু বাকী থাকা রাত প্রহরে
দু একটা মাইক্রো তুল্য অনুজীব চোখে ধরা পড়লো মনে হলেও
বুঝতে হবে ঝিুমনি এই ক্ষণে ওঠে তীব্র কোন চুড়ায়, দুলে ওঠে
কোন গ্রীক দেবীর খোঁপার সাদাটে ফুল, গন্ধ নেই, মিথের গন্ধ থাকে না
কেবল থাকে রস, সে একজন বোদ্ধামাত্রই চেটে পুটে স্বাদ নিযে নেয়।

অবশ্য মিথের রসে মিথ্যের সরসে সরব হয় না ইতিহাস যদিও কিন্তু
বদহজম হয়, মিথ্যে মিথ সবার পেটে সবার নয়, সে সয় যার গায়ের ঘামে
লবণ থাকে না, থাকে দাবী পারফিউমের কড়া কটূ গন্ধ।
মিথ সত্য না মিথ্যে, কোন আফ্রেদিতির খোঁপায় মিথ্যে ফুল না সাপের
ফণা চুলের প্রতিটা ডগা অন্য কোন মেডুসা দেবীর শক্তি
তাতে তার কি আসে যায়, সুখের পড়তে রাতের ঝিমুনি
প্রভাতে নতুন সূর্যে তাকে নতনু কল্পনায় আত্মকেন্দ্রিক হতে শেখাবে!
মাইক্রোস্কপে অনুজীব দেখে তার কি লাভ, তার লাভ
ঠান্ডা বাতাস, গতরে চর্বি, আর উপমা প্রাপ্তি-এক নন্দদুলাল আড়ালে।

মামুন ম. আজিজ-৪/৭/১৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন