একটা ট্রেনের বগি একটা জীবনের মত
ওঠা নামা, নামা ওঠা
এবং তবু এক প্রচন্ড নিরবতা
নীরব থাকার যুদ্ধ যেমন জীবনে
তেমনি হেথা এ ক্ষণে
কিন্তু একটা বগি অল্প পরিসর স্বল্প সময়
চুপ থাকা সম্ভব হয়
জীবনের তো অনেক বগি অনেক সময়
সেখানে চুপ থাকা দায়
অবাক হওয়ার কিছু নেই
ভূৃপৃষ্টেই অনেক জায়গা অাছে যেখানে
একটা ট্রেনের বগি একটা নয় বরং অগণিত জীবন
বাক বিতন্ডতা অার সরব মুখর প্লাবন
ওগুলোইতো গণ পরিবহন (!)
অার এই রোজ সকালের ট্টেনের বগি
বগির মৃত জীবন
নিরবতা
এ যে কবিতা লেখার প্রসব ব্যথা
তবু দূর এই বলে গণ পরিবহন! -
এ যে অাত্মাহীন যাতনাহীন
শান্তিময় নিথর কিছু চলমান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন