ট্রেনের সরু গলির ভেতর ঠান্ডা
বাহিরে অসহ্য ভ্যাপসা গুমোট গরম,
স্বদেশী স্ট্যাটাসে যত বাসন্তি ঘুড়ি ওড়ে
বাসন্তি রঙে প্রোফাইল পিক গুলো চরম।
বসন্ত শুরু ধুলো ওড়া গ্রন্থমেলায়
থরে থরে বই গুলো ডাকে মোরে ওই
অাপন স্বদেশ গৃহে লাইব্রেরী মোর
বলে এমনই বসন্ত যায় নতুন বই কই।
ট্রেনে রোজ রোজ এইতো সকাল
মোবাইল ভরা কত পিডিএফ বই
গরম বাড়ছে হেথা, সেথায় বাসন্তি অাবেগ
পড়া যদি মুখ্য তবে পিডিএফই সই।
১৩/২/১৮
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন