"ট্রেনে চড়িয়া মর্দ হাঁটিয়া চলিলো"...
একটা লোক রোজ সকালে ট্রেনে চড়ে
ট্রেনের সরু গলি পথে এ মাথা
ও মাথা হাঁটে
কয়েকবার
পরিচিত কয়েকজনকে ভালো মন্দ সুধায়
বারংবার
"ট্রেনে চড়িয়া মর্দ হাঁটিয়া চলিলো
তিনটি স্টেশন পড়ে মর্দ নামিয়া পড়িলো"
...রোজকার ঘটনা
মর্দ টির নির্ঘাত অবসেসিভ ডিসওর্ডার
নির্ঘাত না নিশ্চিত
সে বুদ্ধি প্রতিবন্ধী
রোজ ট্রনে উঠিয়া হাঁটিয়া চলা
সমান্তরাল জোরা লাইনের মত চলন্ত জীবন
ভাবতে পারো এ কেমন?
ভাবার দরকার নেই
কোন না কোন বিষয়ে, কাজে
কিংবা নেশার মাঝে
বিশ্বাসের ভ্রান্ত অাঁচে
অামি তুমিও তাই
মর্দরটি দৃশ্যমান অামাদেরটি নয়
রোজ ঘুমানোর অাগে
কিংবা টয়লেটে বসে মোবাইল টেপো
সেটি কি অবসেসিভ হয়?
(15/02/18 )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন