পৃষ্ঠাসমূহ

সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮

ট্রেন কাব্য ০০৮

হুড়োহুড়ি নেই, খোলামেলা
নীরবতার গ্রীষ্মকালীন মেলা
এই নিশ্চুপ কিছুক্ষণ ট্রেনের সরু গলির ধারে
বসে বসে বন্দী এখন,

অার মনে পড়ে অনেক দূরে
বাংলাদেশের পাহাড়ে এক অমানবিক ঘটনাও
কোন গহীন গলির বদ্ধ বগিতে কি বন্ধ!
অামি মুক্ত হব, বিকেলে অাবার নতুন বগিতে
নতুন করে হব বন্দী
অাটবো নতুন কবিতার ফন্দি
অথচ তখনও ভাববো
কেউ খু্ঁজে পাবে কি
সেই গহীন গলির বদ্ধ বগিটি?
তারপর কয়েকবার ট্রেন বদলানোর পর
ভুলে যাব ঘটনা সব নিজেও।

(19/2/18)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন