মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮
ট্রেন কাব্য ০১১
এই ট্রেনে মানুষ ওঠে রোজ রোজ
পিক টাইমে বেশি অফটাইমে কম
মানুষ ওঠা বন্ধ হলে এই ট্রেনের গতি কি বন্ধ হয়ে যাবে?
হয়তো একদিনে নয়, ধীরে ধীরে..........
এই পৃথিবীর সভ্যতার ইতিহাসে যুদ্ধ চলেছে রোজ রোজ
কোথায় না কোথাও, বেশিক্ষণ কিংবা ক্ষণ অল্প
যুদ্ধ বন্ধ হলে সভ্যতার গতি কি বন্ধ হয়ে যাবে?
হয়তো একদিনে নয়, হয়তো কখনই নয়...
ট্রেন তুচ্ছ যন্ত্র অর পৃথিবী অামাদের ধারক।
প্রতিটা যুদ্ধ একটি অাধুলির মত
যার দুপাশেই অজস্র অস্ত্রের অাঁকিবু্কি, রক্তের জং
শূণ্যে ছুড়ে দিলে যে পাশই ভূমিতে মুখ লুকাক তাতেও অস্ত্র, রক্তেরই রং
পৃথিবী এবং তার সভ্যতা এমনই এক সফটওয়্যার
যুদ্ধ ভাষায় লেখা যার এলগরিদম
যুদ্ধই 'অন' যুদ্ধই 'অফ'.........
ট্রেন থেমে থেমে লোক ওঠায়
যুদ্ধ থেমে থেমে সভ্যতা গড়ে
যুদ্ধই জ্ঞান, যুদ্ধই ধর্ম, যুদ্ধ চিন্তা ধারার বর্ম!
যুদ্ধ নিয়ে কাব্য কত, যুদ্ধ নিয়ে বীর গাঁথা
পরাজয়ে হারিয়ে গেছে প্রিয় হারানোরও ব্যথা।
এই ট্রেনটির যাত্রীগনের গন্তব্য মুখ্য অার যুদ্ধে মুখ্য জয়
এভাবে কিন্তু গোলেমালে মিলানো ঠিক নয়।
বরং যুদ্ধ মানে একটা সত্য একটা মিথ্যের ঠোকাঠুকি
কিন্তু রক্তের অার সত্য মিথ্যে কি? রক্ত মানেই লাশ....
পৃথিবীর সভ্যতায় তবে রক্ত হলো জ্বালানী নাকি!
যন্ত্রের জ্বালানী যেমন বিদ্যুৎ কিংবা তেল।
( ২৭/২/২০১৮)
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন