পৃষ্ঠাসমূহ

রবিবার, ২৫ মার্চ, ২০১৮

ট্রেন কাব্য 017-018

একজন সত্য বলে
একজন বলে মিথ্যে
দুটোই যদিও অামার অজান্তে
তথাপি সেই দুজন এখন ধরি
অামার সামনে মুখোমুখি বসা

মাঝে ট্রেনের সরু গলি
তাদের চোখ গুলো সব বোজা,
অামি ব্যক্তি তৃতীয়, খোলা চোখ
এবার সরু গলি ধরে এগিয়ে এল
চতুর্থ জন, তারও খোলা চোখ
কাছে এসে বলল- কেমনে বুঝিলে
তুমি কে বলে সত্য অার কে মিথ্যে ?
ভ্যাবাচ্যাকাটা থামাতে একটু সময় দিয়ে
বললাম, ' অাগে বল অামি যে সত্য মিথ্যা
নির্ণয় করেছি তাতো মনে মনে, জানলে
কি করে তুমি"
হঠাৎ চোখ বোজা দু'জন চোখ খুলে
বলে উঠলো -"সত্য মিথ্যে কি?"
বললাম, " চোখ বুজে যা তোমরা ভাবছিলে"
একজন বললো, "অামি তোমাকে ভাবছিলাম"
অারেকজন বলল," অার অামি ঐ লোকটাকে"
অামি বললাম, "ও ভাবাই একটা সত্য এবং অন্যটা মিথ্যে!

(ট্রেন কাব্য ০১৮)

একটি বিমান দূর্ঘটনা
বড্ড ঝাঁকুনি দিচ্ছে হৃদয় বগিটা দেহ ট্রেনের...
বাহিরের যান্ত্রিক ট্রেন, তার সরু গলি, নীরব যাত্রীগণ
সে তুলনায় স্হবির...
দেহ ট্রেন! কত ঠুনকো অাবরণ
ভীতির বাতাসে ঠাসা ঠাসা বগি
ছুটে চলে অসমান্তরাল জীবন লাইন
থমকে থমকে চমকায় নতুন নতুন প্লাটফর্মে
অথচ
মৃত্যুর প্লাটফর্ম নিজেই দৌড়াতে দৌড়াতে
মুহূর্তে চলে অাসে এক বা একপাল বগির পাশে
মানব ইঞ্জিনের অত শক্তি কোথায়... থেমে যায়,
থেমে যাওয়া ট্রেনের
একটা একটা বগি হতে হৃদয় বা হৃদয়গুলো প্লাটফর্মে
নেমে পড়ে, তারপর একে একে ঢলে পড়ে প্লাটফর্মের
এনালগ ফ্লোরে
ডিজিটাল ফ্লোর হলে ভিডিও গেমের মত একটা পথে
হৃদয়টটা খুঁজে নিতো নতুন বগি..
কিন্তু এই খেলাটি একমুখী, এখানে প্লাটফর্মে নামলেই মৃত্য...একবারই মৃত্য...
তবে একমুখী মৃত্যু নিয়ে ঝাঁকুনিটা তেমন না
যেমন ঝাঁকুনিটা হৃদয়ে দেয় মৃত্যু প্লাটফর্মের নৃশংস দৌড়..

(ট্রেন কাব্য ০১৭)
১৩/২/১৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন