কেউ ভাবে " অামি নারী, অামি দূর্বল ভারী"
কেউ ভাবে, "নারী অামি, প্রেমময়ী মমতার অাধার"
কেউ ভাবে, "নারী অামি দাসী তার যে অামার ভাতার"
কেউ ভাবে, "অত্যাচারী পুরুষ, তাই পুরুষ বিদ্বেষী"
কেউ ভাবে, "নারী অামি, প্রেমময়ী মমতার অাধার"
কেউ ভাবে, "নারী অামি দাসী তার যে অামার ভাতার"
কেউ ভাবে, "অত্যাচারী পুরুষ, তাই পুরুষ বিদ্বেষী"
কেউ ভাবে, " অামার সৌন্দর্য্য অপার, তাই শুধু সাজাগোজা"
কেউ ভাবে, " নারী হয়ে জন্মেছি, ইহাই বড় বোঝা"
কেউ ভাবে, " লাঞ্চিত নারী চির, অামি নারীবাদী তাই"
কেউ ভাবে, " নারী অামি, অামিই মা, অার কি বা চাই"
কেউ ভাবে, " নারী অামি শুধু নই, মানুষওতো বটে
পুরুষের মত করি যে কাজই জোটে"
কেউ ভাবে, " নারী অামি, মানুষ অামি, অামিও ও সবল
পথ মত চাপিয়েছে পুরুষই কেবল"
এমনি তর নানা ভাব নানা নারী মনে
অথচ এক ভ্রান্ত একতা যেন সব নর জনে-
'মনে মনে সবল কিবা সবল হবার বাসনা তার ধারণ'
নারী সবে এই মিল হয়না কেনো-বলো কে করিলো বারণ।
নারী দিবসে শুধু হাই হ্যালো অার সুভাশীষে কি বা লাভ বলো
তদ্রুপ এক একতা অাসুক সব নারী জনে এমনই অালো জ্বালো।
তখন নারী হবে না একা দূর্বল কিংবা রবে না নীরব
নিপীরণে পাশে রবে একে অন্যের, হবে মিলিত সরব।
অার কত পুরুষের পানে রবে চেয়ে বলো নারী
শোসনের হাতিয়ার সব তো বানানো পুরুষেরই।
মমতা যেন দূর্বলতা তোমার হয় না গো অার
মনে রেখো
জন্ম দেয়ার অমোঘ ক্ষমতা সে তো তোমারই একার?
৮/৩/১৮
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন