রবিবার, ২৫ মার্চ, ২০১৮
পড়ে থাকলেই করা যায় না
ইউরোপের কোন এক দেশে এক উন্নত শহরে এক বাংগালী তরুণ কৌশলে হাজির হয়েছে। থাকার ব্যবস্হা হয়েছে কোন এক পূর্ব পরিচিতের মেস কাম বাড়ীতে এবং থাকার সংকুলান হবার পরেই সংগত কারণে প্রথমেই কাজ খোঁজার প্রয়োজন হলো। বলা অাবশ্যক তরুন বাংলাদেশে ধোলাইখালে গাড়ী সংক্রান্ত বিষয়ে কাজ করতো। গাড়ী ডিসমেলটিংয়ে সম্ভবত সে দক্ষ। কিন্তু বিনা পার্সপোর্টে, বিনা টেকনিক্যাল সার্টিফিকেটে ওমন কাজ হঠাৎ ওখানে কে দিবে?
কাজ নেই, অর্থ নেই, একদিন রাত গভীরে মনের দুঃখে রাস্তায় হাঁটতে বের হলো। নিরিবিলি শুনসান সব পথঘাট, দূরে মেইনরোডগুলোতে গাড়ীর অাওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ তরুনের মাথায় এক অালোর ঝিলিক খেলে গেলো। চোখ বড় বড় হয়ে উঠলো, রাস্তার দু ধার ঘেঁষে প্রায় প্রতিটি বাড়ীর সামনেই গাড়ী পার্ক করা। দামী, কম দামী নানান ব্রান্ডের সব গাড়ী। কোন জনমানব নেই কোথাও অাশেপাশে।
সে ছুটে গেলো মেসে, একটা বড় বস্তা জাতীয় ব্যাগ জোগাড় করে ফেললো এবং এক রাতেই শুধু লুকিং গ্লাস খুলে খুলে সে ভরে ফেললো পুরো ব্যাগ।
( সায়েদাবাদের জ্যামে নিজে দেখেছি কিভাবে সেকেন্ডের হিসাবে লুকিং গ্লাস চুরি করে ফেলে)
... পরবর্তীতে সে সব চুরি করা লুকিং গ্লাসের একটাও বিক্রি করার মত কোন ধোলাইখালের সন্ধান পেলোনা সেই তরুণ, সুহৃদ অাশ্রয়দানকারী বন্ধু জানার পর তার পরামর্শে অারেক রাতের গভীরে পুরো বস্তা কোন এক ডাস্টবিনে গোপনে ফেলে দিয়ে অাসলো।
(-গল্পটি বাস্তব জীবনে কারও সাথে মিলেলে গেলে তা অামার অনভিপ্রেত)
#মোরাল: রাতে রাস্তার ধারে গাড়ীর পর গাড়ী একা পড়ে থাকলেই সব জায়গায় তাকে বিকলঙ্গ বা ধর্ষণ করা যায় না।
বাংলাদেশে বিজি রাস্তার মধ্যেই সেটি করা যায়। কারণ এসব অামি অাপনে চেয়ে চেয়ে দেখি।
#উপসংহার: ঐ তরুণ অার কোনদিনই ঐকাজটি করে নাই কারণ সিস্টেম বা অাইন এবং পরিবর্তিত মানসিকতা।
Labels:
ইতিহাস,
চেতনা,
ছোট গল্প,
ব্লগ,
সমালোচনা,
সাম্প্রতিক,
স্মৃতিচারণ,
history
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন