পৃষ্ঠাসমূহ

রবিবার, ২৫ মার্চ, ২০১৮

মন ভালো না থাকলে এলোমেলো লিখতে ইচ্ছা হয়

চারটে সত্য মারামারি করছিলো।
একটা মিথ্যে তা দেখে সন্তর্পনে এগিয়ে
এসে একটি গাছের অাড়ালে লুকিয়ে দেখতে লাগলো।
প্রথমে তিন সত্য মিলে এক সত্যকে, তারপর দুই সত্য মিলে এক সত্যকে এবং শেষে এক সত্য অপর সত্যকে হত্যা করে গাছের ছায়ায় ক্ষণিক বিশ্রামে চুপটি করে বসল।
সে তখন ভীষণ রক্তস্নাত ও ভীষণ ক্লান্ত।

সেই সুযোগে দূর্বল মিথ্যে বেরিয়ে এলো,
পেছন থেকে বিজীত
সত্যের পিঠে এফোঁড় ওফোঁড় করে দিলো তার জংধরা তলোয়ার,
তারপর একটা সজীব হাসি দিয়ে নিজের দিকে তর্জনী উঁচিয়ে ঢলে পড়া সত্যকে বললো, "সত্য সেটাই যা দৃশ্যত টিকে থাকে পরিশেষে"।

# মন ভালো না থাকলে এলোমেলো লিখতে ইচ্ছা হয়।

13/3/18

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন