পৃষ্ঠাসমূহ

শনিবার, ১০ মার্চ, ২০১৮

ট্রেন কাব্য- ০১২, ০১৩

গাড়ী থেকে নামলাম..
ঠিক তখনই ট্রেনটার অালো অার হুইসেল টের পেলাম, দেখলাম
"বাই বাই" বলে দৌড়ালাম, কার্ড ছোঁয়ালাম যন্ত্রে
তারপর সরু গলিতে ঢুকে হাঁপাতে হাঁপাতে একটা সিটে
বসেই মনে হলো " পারফেক্ট টাইমিং"।

অথচ যাপিত বহি: জীবন এবং মন: জীবন...
সেখানে এমন 'পারফেক্ট টাইমিং' কদাচিৎও হয় না
মনে ট্রেনগুলো সময় মত অাসে না
জীবন যুদ্ধেও দৌড় বা হাঁটার সিদ্ধান্ত নেয়ার অাগেই কত ট্রেন ছেড়ে যায়;
একা কোন জীবন হয় না, একা কোন মন নয়..
তাই দোলচাল, সদা ভয়, সদা সংশয়, প্রভাবক ময়.
সাথে বিজয়ের নেশা নিয়মিত ধায়
কে হারিতে চায়- না মন না যাপিত জীবন?
তবু দৌড় অার হাঁটায় কিংকর্তব্যবিমুঢ় মস্তিষ্ক
কারণ ট্রেন তুমি অামি নিজে চালাই না
যে চালায় তারও মাথায় বেদনা হয়, পথ ভুলে যায়...
সে ট্রেন নাও অাসতে পারে, সকলে দূরে যেতে পারে
গা থেকে পঁচা জ্ঞানের গন্ধ ছড়াতে পারে
একটা স্বচ্ছ সরোবরে দৌড়াতে হবে তখন, একটা
স্বচ্ছ স্নান, একটা মুক্ত বায়ুর পাহাড়ি পথে কিছুক্ষন
তারপর...
ট্রেন অাসুক বা না অাসুক, নাই বা জানা হোক
দৌড়াব না হাঁটবো! - কিসে পারফেক্ট টাইমিং!
না জানলেও একটা সিদ্ধান্ত নিতেই হয়,
থমকে গেলেই হারিয়ে যাবে কিছুটা সময়...
সরু গলির চারপপাশে এখন ভরপুর মানব, অগনিত মন
অগনিত প্রভাবক... এইতো জীবন।
# ট্রেন কাব্য ০১৩
2/3/2018

অারও একটি গ্রন্থমেলায় ধুলো মাখা হলো না
যে ট্রেনে বসে অাছি তার এ মাথা থেকে ও মাথা হেঁটে চলা হলো না
অনেক গুলো গ্রন্থ ছিলো অাজও পড়া হলো না
পুরো বিশ্বটা ঘুরে দেখার ইচ্ছেটা অাজও মরে গেলো না
অথচ ট্রেন চলছে, অামি চলছি, ধুলো চলছে, বিশ্ব চলছে, মহাবিশ্বও চলছে, চলছে যুদ্ধ, চলছে মিথের বেশ্যাতি
চলছে সময়ে এনামেল প্রলেপ দেয়ার ষড়যন্ত্র
ধমনী শিরাতে রক্ত চলছে, হৃদপিন্ডটা উঠছে নামছে
অাসলে কি জান- চিন্তা হচ্ছে বেঁচে থাকার মন্ত্র
অার চিন্তা নামক প্রোগ্রামে চলছে বাকী সব।
# ট্রেন কাব্য ০১২
28/2/2018

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন