পৃষ্ঠাসমূহ

শনিবার, ১০ মার্চ, ২০১৮

ট্রেন কাব্য ০১৬

এই ট্রেনের সরু গলির দুপাশে বসে বারোয়ারি

পুরুষ, বারোয়ারী নারী

অথচ অাইন একটা

সবাই মানছে ভারী, মানাটাই অভ্যেস।

গায়ের রঙ, পোষাকের রঙ, অাকার অাকৃতি অার ঢং
মনন, মনে রিপুগুলোর অানুপাতিক মিশ্রন

সবই নানা পদ,
দুষ্টু চাহিনীও মনে হয়তো কারও অাছে
মলেস্টের বাসনাও নিশ্চয় কেউ পোষে
সকলেই মানবীয় দোষ গুনে বাতাস নিচ্ছে শ্বাস
অথচ অাইনের ভয়,
কেউ কাহোরে অনিচ্ছায় না ছোঁয়...
অথচ মনে পড়ে...
গুলিস্হান থেকে ফার্মগেট ভীড়ে ঠাসা সরু গলি
এর ফাকঁ ফোঁকরে নারী তুই যদি এলি
সকলে ভুলে গেলো অাইন তো সেই
চোখ কত মুহূর্তে হারালো তো খেই
হাত কত নিসপিস, খেলে লুকোচুরি
মলেস্টের উদাহরণ রোজ ভুরি ভুরি
অাইন তো ওখানেও, নেই শুধু ভয়,
হেল্পারের হাতটা পিঠে পরাটাও সয়...
অাইনের ভয় নেই, অাছে দর্শক
ধীরে ধীরে বাড়ছে সেথা গণধর্ষক।

(9/3/2018)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন