পৃষ্ঠাসমূহ

সোমবার, ২ এপ্রিল, ২০১৮

প্লেনকাব্য ০০১

মানুষ মোরা অাকাশে উড়ি
যদিও নিজ ডানায় নয়
যদিও একা একা নয়
তবুও মানুষ মোরা অাকাশে উড়ি
একটা উড়োজাহাজ অতীত বর্তমান সভ্যতার
যোজন যোজন তফাত গড়ে দিয়েছে
সে তো অারও কত অাগেই
অথচ মানুষের এক লিঙ্গ যখন অারেক লিঙ্গে
একের পর এক
দিনের পর দিন
হামলে পরে
দুনিয়ার এপাশ থেকে ওপাশে
বিশেষত বাংলাদেশে
তখন মনে হয়
অতীত অার বর্তমানে

অারেক তফাৎ নিম্নগামী
ওদের মানে সেই ধর্ষকদের
মানে সেই পশুঅধম পুরুষদের
ধরে ধরে চল ছেড়ে দিয়ে অাসি চল
উড়ে উড়ে অারও উন্নত রকেটে গ্রহান্তরে
যেখানে বায়ু নেই, সুরসুরি নেই
নারী লিঙ্গে হামলে পড়ার সুযোগ নেই
ওরা সভ্যতাকে রিভার্সে তারপর অতীত ছাড়িয়ে
কৃষ্ণ গহ্বরে ঠেলে দিচ্ছে
একের পর এক
যারা এই অাকাশে ওড়ার কালেও চোখের সামনে
রোজ রোজ ধুরন্দর নিউজ হয়ে
জয়গানে সুখে রোষে অসহ্য যন্ত্রনা ছড়ায়।
ওরা মানুষ নয়
ওদের বায়ুহীন গ্রহে ছেড়ে
দিলেই তবে অামরা সভ্য।

#প্লেনকাব্য ০০১
#ধর্ষন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন