পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮

#ট্রেনকাব্য ০২৭

18 এপ্রিল


"যাবে কি যাবে না"
এই খেলাটাকেই
বারবার অাপগ্রেডশন
এই মেট্রিক্স মনিটরে
যার যার অাপন সুরে
সুর মানে এখানে

কখনও স্বেচ্ছাচারিতা
অার কখনও স্বার্থ
সময়ের ক্রুর হাসি অব্যর্থ
অাজ যেমন ট্রেনটা এলো না
এখনও গেমসের রেশ কাটেনি
অনিয়ম ঠিক বলা যাবে না
ঘোষনা ছিল
দ্বায় ছিলো না তাই
কিন্তু "যাবে কি যাবে না" খেলার
মেট্রিক্সে একটা সুর সদাই ভুল ছিলো
সেখানো কিছুর দ্বায় ছিলোনা
ছিলো শুধু একপেশে অাদেশ।

#ট্রেনকাব্য ০২৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন