শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮
#ট্রেনকাব্য ০২৬
17 এপ্রিল
রাজীব ছেলেটা মরেই গেলো।
কে?
ঐ যে দুই বাসের চাপায় হাত....
অার কি বলতে হবে?
যদি হয় তবে
থাক
ওমন কতই যাবে যাক!
ভুলে যাব সবই কাল
সুধাব কার কি হাল
... এইতো অাছি ভালো
এভাবেই কেটে গেলো
যাক সে তো বাস্তব
কমনওয়েলথ গেমস শেষ
সকালে ট্রেনে চড়ার অাবেশ
অাবার হলোতো শুরু
মন তুমি বড় শান্ত থাক
তুমিই অামার গুরু।
#ট্রেনকাব্য ০২৬
( বি:দ্র: কমনওয়েলথ গেমসের কারণে অামার ট্রেন চলাচলের লাইনে স্বাভাবিক লোকাল ট্রেন চলাচল ১২ দিন বন্ধ ছিলো)
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন