ছবিটা অামি শেয়ার দিতে পারি না
ছবিটা অনেকে শেয়ার দিচ্ছে
সেখানে কান্না অার রাগে রাঙা লাল ইমো ক্লীক হচ্ছে
রাগ ক্ষোভ দুটোই ঝরছে ওভাবে।
কিন্তু একটা প্রতিবাদী ইমো,
রাষ্ট্রযন্ত্র নাড়িয়ে দেয়ার মত ইমো
ফেসবুকে তো পাইই না
পাইনা অাজকাল বাস্তবেও
বাস্তব অার ফেসবুক একাকার
বাস্তবে রোজ ট্রেনে বসে রোজ নীরবতা
ফেসবুকে রোজ রোজ ধর্ষিতার ছবি
অার অামাদের অসহায় দেহে বুক ভরা ব্যথা
ছবিটা অনেকে শেয়ার দিচ্ছে
সেখানে কান্না অার রাগে রাঙা লাল ইমো ক্লীক হচ্ছে
রাগ ক্ষোভ দুটোই ঝরছে ওভাবে।
কিন্তু একটা প্রতিবাদী ইমো,
রাষ্ট্রযন্ত্র নাড়িয়ে দেয়ার মত ইমো
ফেসবুকে তো পাইই না
পাইনা অাজকাল বাস্তবেও
বাস্তব অার ফেসবুক একাকার
বাস্তবে রোজ ট্রেনে বসে রোজ নীরবতা
ফেসবুকে রোজ রোজ ধর্ষিতার ছবি
অার অামাদের অসহায় দেহে বুক ভরা ব্যথা
ঐ ছবিটাতে কেউ মানচিত্র বসাচ্ছে
কেউ দেখছে সবুজ জমিনে মৃত বৃত্ত-পতাকা...
অথচ রাষ্টযন্ত্রের চোখগুলো কি অাসলেই ঢাকা!
টকশো সর্বোস্স হতে হতে এখন ফেসবুক সর্বোস্স
হয়ে ওঠা জাতি
অাসুন অারো একটি ধর্ষিত মৃত ও শুয়ে পড়া
পতাকার বৃত্ত রূপী ছবি চলে অাসার অাগে
এই টিতে খুব ইমো শোকে মাতি
ফেসবুক অাইডি অামার, স্মার্ট ফোন অামার, অামার তর্জনী, অামার ইচ্ছে মতো ইমো ক্লীক
-ওয়াউ! স্বাধীনতা!
কিছুক্ষণ তব সাথে রক্তমাংসের
বুকটাতে ব্যথা...
তারপর...
ভুলে যাওয়ার নাট্য পালা।
কেউ দেখছে সবুজ জমিনে মৃত বৃত্ত-পতাকা...
অথচ রাষ্টযন্ত্রের চোখগুলো কি অাসলেই ঢাকা!
টকশো সর্বোস্স হতে হতে এখন ফেসবুক সর্বোস্স
হয়ে ওঠা জাতি
অাসুন অারো একটি ধর্ষিত মৃত ও শুয়ে পড়া
পতাকার বৃত্ত রূপী ছবি চলে অাসার অাগে
এই টিতে খুব ইমো শোকে মাতি
ফেসবুক অাইডি অামার, স্মার্ট ফোন অামার, অামার তর্জনী, অামার ইচ্ছে মতো ইমো ক্লীক
-ওয়াউ! স্বাধীনতা!
কিছুক্ষণ তব সাথে রক্তমাংসের
বুকটাতে ব্যথা...
তারপর...
ভুলে যাওয়ার নাট্য পালা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন