একটা সময় ছিলো-অামার।
তখন সকল বিষয় কবিতা হতো- মনে।
কিছু লেখা হতো কিছু যেত হারিয়ে-গোপনে।
হারিয়ে যাওয়ার একটা যাতনা -থাকতো।
অাজকাল ইচ্ছে হয় না সবকিছুতে ভাবতে-কবিতা।
লেখা কবিতাও হার্ডডিস্ক কিংবা ওয়েবপেজ
খেয়ে ফেললে হয়না কোন-কষ্ট।
কবিতা এক ভীষণ বস্তু যা-শুদ্ধ।
অশুদ্ধ- পথ, মত, যুক্তি তর্ক কানা বগি,
স্টিয়ারীংয়ের পরিধীর নড়াচড়া, গতি অার ত্বরণ
কবিতায় কবির অন্তঃক্ষরণ-নয়;
বরং কবিতে কবিতার গোপন চরণ-তাতে কীএসে যায়?
সাদা মেঘের পেইন্ট ব্রাশে চাইলেই অাঁকা যায়-শান্তি!
তখন সকল বিষয় কবিতা হতো- মনে।
কিছু লেখা হতো কিছু যেত হারিয়ে-গোপনে।
হারিয়ে যাওয়ার একটা যাতনা -থাকতো।
অাজকাল ইচ্ছে হয় না সবকিছুতে ভাবতে-কবিতা।
লেখা কবিতাও হার্ডডিস্ক কিংবা ওয়েবপেজ
খেয়ে ফেললে হয়না কোন-কষ্ট।
কবিতা এক ভীষণ বস্তু যা-শুদ্ধ।
অশুদ্ধ- পথ, মত, যুক্তি তর্ক কানা বগি,
স্টিয়ারীংয়ের পরিধীর নড়াচড়া, গতি অার ত্বরণ
কবিতায় কবির অন্তঃক্ষরণ-নয়;
বরং কবিতে কবিতার গোপন চরণ-তাতে কীএসে যায়?
সাদা মেঘের পেইন্ট ব্রাশে চাইলেই অাঁকা যায়-শান্তি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন