পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮

দুইটি ধুলোকাব্য

ধুলো,
কখনও শত্রু কখনও বন্ধু তুই
কখনও পথ চলি কখনও মুষরে রই
কখনও তুই এলোমেলো কখনও শান্ত

কখনও শ্বাস কষ্ট অার কখনও ফুরফুরে বসন্ত।
ধুলো ওড়ানো পথ গুলো, ধুলো হয়ে পথে মেশা
স্মৃতির পাতায় ধুলো তুই লেগে, তবুও ধুলোতেই মোর নেশা।


কাল বিকেলে ধুলোয় ধরেছিলো
শুকনো পাতায় শীতের দুঃখ ছিলো
পাতায় জড়িয়ে ধূলার সে কি সখ্য
ঋতু বদলাবে বসন্তে যাবে অক্ষ
থামবে 'ধুলো-পাতা' মেলামেশা
গাছে গাছে সবুজ পাতায় তখন নেশা
ধুলো রবে পড়ে শুকনো পাতা জুড়ে
বৃষ্টি বেলায় ধূলা শুধু মনে ওড়ে..
ধুলো জড়িয়ে এক কান্না বিন্দু জলে
কার সে কপোলে কবর হলো বলে
ভুলে গেছে ধুলো, ভুলে গেছে কান্না
কপোল সেখানা অার বসন্ত চেনে না
অামি চিনি ধুলোয় ধুলোয় স্মৃতি
ধুলোর সাথেই মনের যত প্রীতি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন