কবিতায় ধুলো জমে গেছে
ফু দিয়ে উড়ালে ছোটে ফুসফুসে
পথে নিকোটিনের জীবাশ্ম
মিউকাসে রাজা মহারাজার যুদ্ধ,
অবরুদ্ধ ফু হীন যুদ্ধহীন
ধুলো চাপা কবিতার মন।
ভাগ্য অবিশ্বাসীর কাছে
ভাগ্যলিখন কালী-লেবু চাপা
রস, সাদা কাগজ শুকনো রোদ
তারপর অাগুন ছোঁয়ালি
ভাগ্যের লিখন ঘন বাদামী..
হারামী অতি প্রচলিত গালী
খালিখালি কেনো তার এত
তরংগ স্ফুলন বাতাসে,
মেঘে তোলপাড়, বৃষ্টি অপার
ভাগ্যলিখন কাগজ ভিজে মন্ড
লন্ডভন্ড... বৃষ্টি শেষে শুকনো রোদ
বোধ জাগে অাবার তেষ্টায়
লন্ডভন্ড সব ধুলো হয়ে যায়,
হায় ছোটাছুটি, ধুলোয় লুটোপুটি।
ধুলো ওড়ে, কবিতায় ধুলো জমে
মিউকাস ফুরে একপাল অক্সিজেন
ছুটে গেলো দূরন্তপনায়,
কানায় কানায় কবিতাগুলো
ধুলোর নদীতে একা একা,
ভালো থাকা
ধুলো ওড়া কবিতা
অথবা কবিতার উপর ধুলো।
ফু দিয়ে উড়ালে ছোটে ফুসফুসে
পথে নিকোটিনের জীবাশ্ম
মিউকাসে রাজা মহারাজার যুদ্ধ,
অবরুদ্ধ ফু হীন যুদ্ধহীন
ধুলো চাপা কবিতার মন।
ভাগ্য অবিশ্বাসীর কাছে
ভাগ্যলিখন কালী-লেবু চাপা
রস, সাদা কাগজ শুকনো রোদ
তারপর অাগুন ছোঁয়ালি
ভাগ্যের লিখন ঘন বাদামী..
হারামী অতি প্রচলিত গালী
খালিখালি কেনো তার এত
তরংগ স্ফুলন বাতাসে,
মেঘে তোলপাড়, বৃষ্টি অপার
ভাগ্যলিখন কাগজ ভিজে মন্ড
লন্ডভন্ড... বৃষ্টি শেষে শুকনো রোদ
বোধ জাগে অাবার তেষ্টায়
লন্ডভন্ড সব ধুলো হয়ে যায়,
হায় ছোটাছুটি, ধুলোয় লুটোপুটি।
ধুলো ওড়ে, কবিতায় ধুলো জমে
মিউকাস ফুরে একপাল অক্সিজেন
ছুটে গেলো দূরন্তপনায়,
কানায় কানায় কবিতাগুলো
ধুলোর নদীতে একা একা,
ভালো থাকা
ধুলো ওড়া কবিতা
অথবা কবিতার উপর ধুলো।
12/10/2018
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন