পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯

কবিতা

অনেক কবিতা হারিয়ে গেছে ইথারে
আমার তোমার কিংবা পাহাড় চূড়ার
অথবা একদম অচেনা বুনো ফুলের
যে সব কবিতায় ইতিহাস ছিলো কিনা 
জানি না তবে ছিলো নিগুড় ভাবনা
ভাবনাই হলো আগে পরে ইতিহাসে
যোগসূত্র হয়ে একসাথে দুপাশে
স্বপ্নে মোড়া জীবন বোধ সে সব
হারিয়ে যাওয়া কবিতারা সরব
কোথায় কোন নির্জনে
সে সব আর কেই জানে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন