পৃষ্ঠাসমূহ

শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

বাংলার সক্রেটিস ও রাজাদা

একদিন বাংলার সক্রেটিস তালতলা বাজারের মধ্যে এক পথচারীরে থামিয়ে জিজ্ঞাসা করলেন,
‘ হে ভ্রাতা, হিরক রাজা বলেছিলেন পড়ার কোন শেষ নেই , পড়ার চেষ্টা বৃথা তাই... ইহাতেই শান্তি; অন্যদিকে রাজা দা বলেছেন, একটি বিষয় পড়তে শুরু করলে আরও দশটি বিষয় পড়ার প্রয়োজনীয়তা সামনে চলে আসে, এ এক অসীম যাত্রা, এ এক অশান্তি তাই; আবার পড়লে জানা যায়, না পড়লে জানা যায়না; তারমানে দাঁড়ালো না জানা মানে শান্তি আর জানা মানে অশান্তি...আপনি কোন দিকে?’
পথচারী উত্তরে বলল-আমি অবশ্যই শান্তির দিকে, কিন্তুঐ রাজা দা ক্যাডা, জানলে অশান্তি সেইডা হেয় ক্যামনে ....
বাংলার সক্রেটিস থামিয়ে বললেন, ‘রাজা দা কে জেনে কি করবেন আপনি তো শান্তির পক্ষে, কম জানুন কম পড়ুন শান্তিতে থাকুন (!)

29 August 2019

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন