একদিন বাংলার সক্রেটিস ফকীরাপুল বাজারের সামনে থেকে নটরডেম কলেজের দিকে হাঁটছিলেন , হঠাৎ তিনি তার প্রতিবেশি ফকীর আলী কে দেখতে পেলেন দেওয়ানবাগ দরবারকে বেরিয়ে আসছেন। কাছে ডেকে জিজ্ঞেস করলেন- এই যে ফকীর ভাই, একটা প্রশ্ন করতে পারি?
ফকীর আলী: বলো বলো, কি বলবা?
বাংলার সক্রেটিসঃ আচ্ছা কোন খুব বিখ্যাত বা লোকপ্রিয় মানুষ যদি ভুল কিছু বলে তবুও কি তার সমালোচনা করা ঠিক হবে না?
ফকীর আলী: না, তা হইবো কেনো? মানুষ ভুল ভাল করবোই, তাই সমালোচনা করলি সেই মানুষ তার ভুল ভাল ধরে ফেলতি পারবো... এটাতো ভালো...
বাংলার সক্রেটিসঃ তাহলে নিশ্চয় আপনার ঐ পীরের দু একটা সমালোচনা করতে পারবো
ফকীর আলী : না, না... তা হইবোনা, ওনায় তো আলাদা...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন