পৃষ্ঠাসমূহ

শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

মোট কতজন মানুষ চাঁদের বুকে লাফিয়েছেন.

বাংলার সক্রেটিস সাত সকালে হাঁটতে বেরিয়ে একটু ফেসবুকে উঁকি দিয়ে দেখলেন চন্দ্রায়ন-২ এর হারিয়ে যাওয়া নিয়ে অনেক স্বদেশী আলোচনা করছে। তার মাথায় চন্দ্রাভিযান নিয়ে একটা প্রশ্ন আসল, আসলে ক’জন মানুষ সঠিক বলতে পারবে অদ্যবধি মোট কতজন মানুষ চাঁদের বুকে লাফিয়েছেন...প্রশ্নের উত্তর তিনি নিজেও জানেন না।
গুগলে সার্চ দেয়ার আগে তিনি ১৪ জন পথচারীকে জিজ্ঞেস করলেন। ১০জন উত্তরে জানালো মাত্র দুইজন নভোচারী চাঁদের বুকে হেঁটেছেন, আর ৩ জন উত্তর দিলো একজনও হাঁটে নাই, তাদের ভাষ্যমতে এপোলো-১১ এর চাঁদে অবতরন একটি মিথ্যা কথা, হলিউডে চিত্রায়িত পুরো ঘটনা।
কারোও উত্তরে বাংলার সক্রেটিস সন্তুষ্ট হতে পারলেন না। তিনি অন্তত এতটুকু জানেন যে এপোলো-১১ এর পরেও নাসার আরোও এপোলো চাঁদে সফলভাবে অবতরণ করতে পেরেছিলো।
তিনি বাসায় ফিরতি ফিরতে মোটামুটি তথ্য ওয়েবে ঘেটে নিলেন.....
জানলেন....
১৯৬৯ থেকে ১৯৭২ পর্যন্ত মোট ৬ বার ২জন করে যথাত্রমে এপোলো-১১, এপোলো-১২, এপোলো-১৪, এপোলো-১৫, এপোলো-১৬ ও এপোলো-১৭ তে করে মোট ১২ জন চাঁদে নেমেছিলো এবং প্রত্যেকেই লাফিয়ে লাফিয়ে হেঁটেছিলো...
(অফ টপিক-
বাকী একজন পথচারী উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করেছিলোঃ বলেন তো মিয়া চাঁদে এখন আর মানুষ যায় না কেনো?
:কেনো?
ঐ পথচারীঃযাইতে দেয়না, গেলে এক মহাসত্য ফাঁস হইয়া যাইবো?
:কি সে সত্য যা আমার মাথায় আসছে না...
ঐ পথচারীঃ দূর মিয়া আপনি দেখি কিছুই জানেন না!
: হুম , জানিনা কিছুই সে কারনেই তো আমি বাংলার সক্রেটিস, মহান গ্রীক সক্রেটিসও বলেছিলেন তিনি কিছুই জানেন না.....!)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন