পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯

আইএসটুপি

কয়েক মাস আগে একখানা হিন্দি পৈশাচিক ওয়েব সিরিজ দেখছিলাম -‘ Ghoul’ বা ঘউল নামের ।
কি সেই ঘউল? ঘউল হলো জিনের বাপ , না বায়োলজিক্যাল বাপ নয় , হিস্টোরিক্যাল প্রি ফকলোরিক বাপ, প্রি ইসলামিক আরবীয় লোক কথা বা উপকথায় ঐ ঘউলের কাহিনী পাওয়া যায়।
ইহুদি পৌরাণিক কাহিনী এবং তানাকাহ বা ওল্ড টেস্টামেন্টের Shedim কিংবা নিউ টেস্টামেন্টের Demons আর আল কুরআনে বর্ণিত Jin - এই সবগুলোর ক্যারেক্টারিস্টিকের সাথে ঘউলের মোটামুটি মিল আছে...
যাক নামে কি যায় আসে ( তারোপর ভাষাও বদলেছে বারবার - আরামায়িক, হিব্রু, আরবী, ইংরেজী...)
কাজে কর্মে ফিরে আসি।
তা সেই ঘউল ওয়েব সিরিজে চরমতম সিক্রেট টর্চার সেলে একজন বড় মাপের জঙ্গীর দেহ মনের ভেতর এক ঘউল প্রবেশ করে কি যে বিভিৎস হত্যাযজ্ঞ চালিয়েছিলো-সে রকম কিছু না হোক ...কিন্তু
হাসতে হাসতে বেহেশ্তি স্বপ্নে ফাঁসীর আদেশ শোনা দুখানা জঙ্গীকে জেলখানায় ঘউল না হোক কোন একখানা দুরাচারী Jin উড়ে গিয়ে আইএসের টুপিদ্বয় প্রদান করে গিয়েছিলে কিনা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন