আমি কি ফুটন্ত মেঘ হয়ে মিশে যাব বাতাসের ডোরে
শিশিরের প্রতি ফোঁটা কাক ডাকা ভোরে
জল পরিধি জুড়ে নির্জনে বন্দি
শিশিরের প্রতি ফোঁটা কাক ডাকা ভোরে
জল পরিধি জুড়ে নির্জনে বন্দি
এলোমেলো কবিতায় ভুলে যাওয়া ফন্দি;
যাতনার কালো কালো অদেখা পদার্থ
জীবন মানেই হলে সময়ের শ্রাদ্ধ...
আমি কি ধূমকেতু লেজ হয়ে হারাবো শত বর্ষ দূরে
স্বচ্ছ আঁধার রাতে আকাশটা জুড়ে
পূর্নিমা আলোতে কোনো ফোটনে বন্দি
এলোমেলো কবিতায় ভুলে যাওয়া ফন্দি;
মনের কৃষ্ণ কূপে সীমাহীন যাতনা
জীবনে মানেই কি সময়ের আরাধনা...(!)
#কবিতা
১৮/১০/২০১৯
১৮/১০/২০১৯
(ভুলে যাওয়া ফন্দি)
স্থান: ১৫০ নম্বর পাবলিক বাস, ব্রীসবেন
স্থান: ১৫০ নম্বর পাবলিক বাস, ব্রীসবেন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন