পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯

ইস্যু

ইস্যু এখন উঠে গেছে পথ থেকে ছাদে
কোপ এখন গলা থেকে গাছের বাকলে
জ্যান্ত মানুষের চোখে রেখেই চোখ কত কোপাকুপি
জ্যান্ত গাছের সবুজ মায়া সেখানে তাই তুচ্ছতো খুবই...
বিষয়টি মগজের, চিন্তারই অভাব

খাদ্যে ভেজাল তাই কি বদলেছে স্বভাব?
এত এত রাগ পুষে চলেছে বাঙালী
অহিংস স্বভাব খানি -নি:স্ব কাঙালী...
এক সূতো চান্সেই মোরা রাগ দেই ঝেড়ে
শত্রু মানুষ-গাছ হোক, ঠিক দেবো মেরে...
ইস্যুর পর ইস্যু এখন ফেসবুকে যেন ঐ ঢলের পানি
অতীত হওয়া লাশ আর মরা গাছও ভুলে যাবো জানি...

(ইস্যু)
স্থান : ট্রেন, ব্রীসবেন

23/10/2019

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন