পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯

বারংবার

মনে পড়ে - আগে বা পরে,
কেউ পড়ে , ঢলে পড়ে পরের কথা- কবিতায়
কেউ শোনে , ভুল শোনে , অর্থ বদলে যায়
কেউ করে বিশটি পদ্মের বিস হাতে জীবনের সন্ধান
তবু বিষময় সময়  আর নীল বাতাস উড়ে আসে
পদ্মের বিস হতে খসে পড়ে শুকনো কমল

একে একে বিশটি হতে আগে পরে;
ঝরে পড়ে, ক্ষোভ যাতনার বিষ
তবুও মনে পড়ে শান্ত সরোবরে সন্তরন স্মৃতি
হাঁচড়ে পাঁচড়ে তীরে উঠে রোদ পোহানোর রীতি
ভুলো মন , যখন ...
                 তখন
আবার দৌড় , তীব্র আলো ফোটা ভোর
ঘর দ্বোর, বন্যার তোড় জীবনে পলিমাটি
যা শোন তার কিছু আবর্জনা আর সামান্য খাঁটি
খালের উপর সাঁকো থাকলেও মাঝে মাঝে
                                 নৌকায় চড়ে হাঁটি
নৌকায় চড়ে বিচ্ছিন্ন চরে একাএকা
কখনও জীবন কখনও কথা- কবিতা ....
এবং বারবার চক্রে ফিরে আসার স্মৃতিটা...
                            অবিরত
            এবং বারংবার
       মনে পড়ে, আগে বা পরে...

(বারংবার)

#কবিতা

৫/১২/২০১৯
স্থান : ১৫৬ নম্বর বাস
ব্রীসবেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন