বাংলার সক্রেটিস সকালে আজ একটু অভিজাত পাড়ায় পদব্রজে বের হয়েছিলেন। উদ্দেশ্য একজন বিশিষ্ট ব্যক্তির সাথে সাক্ষাৎ যিনি একজন সফল গার্মেন্টস ব্যবসায়ী এবং কিছুক্ষণ হাঁটার তাকে পেয়েও গেলেন। অনেক কথা হলো পূর্ব পরিচিত ব্যাবসায়ী ব্যক্তিটির সাথে হাঁটতে হাঁটতে...
সেই আলোচনার চুম্বুকাংশ...
বাংলার সক্রেটিস: আপনার গল্প মতে আপনার দাদা ছিলেন একজন সামান্য মধ্যবিত্ত কৃষক। অল্প কিছু জমিজমা ছিলো তাই চাষবাস করে ভালোই চলে যেত। আপনার বাবা পঞম শ্রেণীর পর আর পড়লেখা করেন নি বরং তিনি একটু বাউন্ডলে ধরনের ছিলেন , একমাত্র পুত্র হওয়ায় আপনার দাদাও ছাড় দিতেন, ক্ষেতে কাজ তেমন করার প্রেসারও দিতেন না; কিন্তু সময়ের অমোঘ নিয়মে পরপর কয়েক বছর চাষবাস মন্দা গেলো, দাদাও অসুস্থ হলেন আর মধ্যবিত্ত পরিবারটির তিনবেলা আহারে ভাটা পড়ল, চরম অস্বচ্ছলতা। সেই সময় আপনার বাবা বাজারে এক পুরাতন বন্ধুর দর্জির দোকানে নিয়মিত কাজ করা শুরু করলেন , ইতোপূর্বে ঐ বাজারেই বন্ধুর দোকানে আড্ডা দিতে দিতে মনের শখে তিনি সেলাইয়ের কিছু কাজ শিখে নিয়েছিলেন, সেই শেখার ঘটনায় এক নারী প্রেমের বিষয়ও ছিলো, সেদিকে যাবনা।
কিছু আয় হতে থাকলো, একটা সেলাই মেশিন কিনে আপনার বাবা ঘরের উঠোনে একটা সেলাই ঘর বানায়ে ফেললেন, গ্রামের নারী পুরুষের কাপড় সেলাই করতে আসতে লাগলো, এরপর আপনার জন্ম হলো, আপনি ছোট, বাবা কাজ করতো, মা কাজে সাহায্য করতো আর আপনি পাশে বসে অ আ ক খ এর বই পড়তেন...এমনি এক অবস্থায় একদিন সকালে হঠাৎ এক পীর ফকির বেশি মানুষ
প্রায় অভুক্ত হয়ে আপনাদের ঘরে এলেন, আপনার বাবা তাকে ডেকে বসিয়ে খাওয়ালেন এবং কিছু টাকা দিলেন...
সেই লোকটি তখন ভবিষ্যত বাণী করলেন-
১- ঘরের ভেতর যিনি বিছানায় অসুস্থ তিনি আর বেশিদিন বাঁচবে না
২- কিন্তু হেরপরই শুরু হইবো আপনাগে অবস্থার অনেক উন্নতি
৩- এই একটা না আপনাগোর শত শত সেলাই মেশিন হইবো
৪ - বড় দালানে থাকবো সেইসব মেশিন, ঝলমলে আলো জ্বলবো
৫- বড় বড় গাড়ী হইবো
৬- আর হাজার বই থাকবো ...
এইতো...
ব্যক্তি: ঐ কামেল ব্যাক্তির সব ভবিষ্যত বাণী সত্য হয়েছে, সে চলে যাবার তিনদিনের মাথায় দাদা মারা গেলেন, মারা যাবার আগে বলে গেলেন “ আমি আর বাঁচমুনা , ফকির বাবার কথা সব সত্য, তুই পরিবার নিয়া ঢাকা চইলা যা, বড় দরজির দোকান দে”
বাবা তাই করেছিলেন আর আজ সেই দোকান হয়ে গেছে এত বড় গার্মেন্টস ফ্যাকটরী , আমার শোবার ঘরের পাশেই আমার বিশাল ব্যক্তিগত লাইব্রেরী, আমি বইয়ে ডুবে থাকি অবসরে ... সব সেই ফকির বাবার ভবিষ্যত বাণীর ফল...
বাংলার সক্রেটিস: আসলে ফকির ভবিষ্যত বাণী করায় আপনাদের এসব হয় নি,
ভবিষ্যত বাণী শুনে আপনারা তা পূরণ করতে নেমে পড়েছিলেন...
ব্যক্তি : ঐ একই হলো তো...
বা স: না একই হলে না, ধরেন আমি ভবিষ্যত বাণী করলাম আমার সুহৃদ বন্ধু রাজা দা এক ঘন্টা পরে এখানে আসবে এসে আপনাকে একটা চড় দেবে এবং এই এখনই কল করে রাজাদাকে জানিয়েও দিলাম, সে যদি এসে আপনাকে চড় দেয় তাহলে প্রমাণ হবে আমি ভবিষ্যত বাণী করতে পারি ... তাই যদি হয়...
ব্যক্তি: আপনি কিন্তু আমাকে অপমান করছেন ...
বা স : ঠিক তাই অনেক অনেক ভবিষ্যত বাণী সত্য বানাতে যেয়ে পৃথিবীতে এমন অপমানের স্বীকার অনেক মানুষ, জাতি ও বিষয়....
স্থান: ১৫০ নং বাস
ব্রীসবেন
#বাংলার_সক্রেটিস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন