মানুষ পূজি নাই মানুষ ভজি নাই করি নাই মানবের আরাধনা
কার্নিশে বসে কালো কাকের সাথে করেছি চর্চিত আলাপ
এলোমেলো সংলাপ ধীরে ধীরে গুছিয়ে ব্রেনে
হেঁটেছি কার্নিশের ভয়ার্ত কিনারায় রেখে রেখে পা
কাকেরা উড়ে গেছে , দু পা সামাল শিখে গেছে ...
উড়তে পারি নাই তবু উঁচু হতে দেখেছি মানুষের বারবার চলাচল
একই মানুষ সকালে কাদা মাখে খালি পায় আর বিকেলে
নাক শিঁটকায় দেখে কাদা কারও পায়
এমনইতো মানুষ -যখন যেখানে ছাদ যেখানে ছাদের কিনারে দেয়াল তখন ঝুঁকে দেখে সামনে
আবার যখন যেখানে ছাদ, বড্ড খোলা , ঝুকলেই যদি পাদুটো যায় পিছলে... ভয় , দূরে দূরে রয়
আমি কার্ণিশে এখন লাফাই , তাকানোর সাথে তাল সামলানো শিখে গেছি...
ঐ দূরে মানুষের মাঝে এখানে এই কার্ণিশে শুয়েই মিশে গেছি
আমিও তো ঐ চলাচলের অংশ , আমিও মানুষ, মানুষ তবে ভজিবো কেনো?
কিন্তু কাক গুলো কার্ণিশে আলাপ করছিলো -কয়েকটা মানুষ তাদের ভাত খেতে দিয়েছিলো আর আমি দিয়েছি কার্ণিশ হতে তাড়িয়ে...
আমি ওভাবে শিখে নিলাম গুনের গুণকীর্তন ...
আমি কার্নিশে একটা পর্দা টেনেছি, একপাশে কাক আরেক পাশে আমি, এটা হলো নির্ভেজাল ভীতি দূরভীত সহ আবস্থান...
কিন্তু মানুষ গন্ধ পায় , মানুষ মানুষে ওভাবে আড়াল হয় কি?
আমি তবুও কার্ণিশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের যত গুন দেখে ফেলেছি তা নিয়ে লিখতে বসি, আগত অনাগত প্রজন্ম জেনে নেবে... শিখে নেবে, পূজিবেনা স্ব জাতি অকারণ... পূজিবে গুন শুধু , তাড়াইবে ভুল
আর যদি বিবমিষা ধরে বসে, কেউ কিছু নাই বোঝে
ঐ যে কাকেদের পাশে কার্ণিশে আমার মত শুয়ে বসে দাঁড়িয়ে বুঝে যাবে প্রতিটি মানুষ সকালে কাদা মাখে আর বিকেলে কাদায় শিঁটকায় নাক ...
( কার্ণিশে কাকের পাশে)
#কবিতা
স্থান : ট্রেন টু রানকর্ণ
ব্রীসবেন
১৭/২/২০২০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন