পৃষ্ঠাসমূহ

বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০

মারছে , মরছে - “ মানুষ”

আমিতো দেখি মানুষকে মানুষ মারছে
আমিতো দেখি সবখানে মানুষ মরছে
অথচ কেউ কেউ দেখে শুধু মরছে কেউ
-তারা কে মারছে দেখতে চায়না,
আর কেউ কেউ দেখে শুধু মারছে কেউ
-তারা কে মরছে দেখতে চায়না,
এই আধো দেখা কোনে কোনে ধরাতলে
জাত-পাত-ধর্ম ভেদে মানবতা রসাতলে।


*** এই ২০২০ সালে এসেও দাঙ্গা বড় পীড়াদায়ক***

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন