ঘুমিয়ে ছিলে, ভালোই ছিলে
কেম্নে জাইগা গেলে ?
দু তিনটে মাস যেতেই যেতে
বিশ্ব চিইন্না নিলে!
... স্বপনে করোনারে ছুটতে দেইখ্যা ডাক দিয়া জিগাইতেই ঠাডায়া এক চড় দিতে উদ্যেত হইয়া কইলো ‘ মশকরা মারাইতাছোস?, তোগো ব্রীসবেন এখনও লগ ডাউন হয় নাই দেইখ্যা আমারে থামাইতাসোস ... পাঠায় দিমু কইল্লাম রিজার্ভ ফোর্স ... ‘
মুখ সরায় নিয়া কইলাম:
দিকে দিকে লক ডাউনেই
হইয়া গেছি কাবু
প্যানিক চোটে টিস্যু উধাও
কোথায় গেলে পামু?
... করোনা কইলো ‘আমারে জিগাস ক্যা, আমি তো প্যানিক লাভার, যত প্যানিক তত ভুল তত আমার লাইগ্যা জাইগা ওঠার সুযোগ ... এইবার তুই ঘুমা অনেক কাম...নতুন নতুন রাজত্ব দখল করতে হইবো...’
যাও যাও তুমি তাড়াতাড়ি
দূর হইয়া যাও
বাংলাদেশে প্যানিক বেশি
ওদিক না তাকাও ..
... করোনার সবগুলো মুকুট নড়ে উঠলো অট্টহাসির চোটে- ‘ঐ খানের স্বপ্ন দেখার লাইগ্যা ইটালীর মামুন মারুফ আছে, তুই তোর স্বপ্ন লইয়া থাক ....’
বেশি বেশি ফালাইসনা তুই
বড় ভাইগো দেখ
আইসে নিছে চইল্যা গেছে
গুছায় ফেলা ব্যাগ...
... করোনায় জবাব দেয়ার আগেই কল্প স্বপ্ন শ্যাষ....
স্থান: ১৫০ বাস টু সাউথ ব্রীসবেন
১৩/৩/২০২০
#COVID-19
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন