পৃষ্ঠাসমূহ

রবিবার, ২২ মার্চ, ২০২০

Quarantine প্রসংগ এবং COVID-19


Quarantine কিভাবে এলো?
 এক তৃতীয়অশ মানুষ মারা যাওয়া ব্লাকডেথ নামের সেই Great মহামারীর তান্ডব মোটামুটি শেষ হবার পরও সেই ব‌্যাকটেরিয়া ঘটিত প্লেগ ইউরোপে বিভিন্ন দিকে ১৪শত এবং ১৫ শতকেও দেখা যাচ্ছিলো , সেই সময় ইটালির ভেনিসের বন্দরে ইউরোপের অন্য শহর থেকে আসা জাহাজগুলো বন্দরে ভিড়ার আগে সাগরে ৪০ দিন বিচ্ছিন্ন করে রাখা হতো যাতে প্লেগ মুক্ত হয়ে বন্দরে ভিড়তে পারে। সেই বিচ্ছিন্ন করে রাখা ঘটনাই ইটালিয়ান ভাষায় কোয়ারেন্টা জওরনী (Quaranta Giorni)  বা চল্লিশ দিন এবং এর থেকেই এসেছে আজকের দিন এই করোনা প্যানডেমিকে বহুল ব্যবহৃত কোয়ারেন্টিন (Quarantine)।
যাকে বাংলাদেশি পত্রপত্রিকা বাংলায় সঙ্গ নিরোধ বা সঙ্গরোধ  বললে আম জনতার জন্য অতি সহজেবাধ্য হতো।





Quarantine বা  সঙ্গনিরোধের প্রয়োজনীয়তা সহজ ভাষায়:

কোভিড-১৯ এর দূর্বলতা : সংখ্যা বৃদ্ধির জন্য কোষ তথা মানব দেহ দরকার
কোভি-১৯ এর বোকামী: যে দেহে সংখ্যা বৃদ্ধি করে সেই দেহকেই মেরে ফেলে
-এই দূর্বলতা আর বোকামী কাজে লাগিয়ে কোভিড-১৯ তথা করোনা ভাইরাসকে  দূর করার জন্যই প্রয়োজন Quarantine বা সঙ্গনিরোধ...

আক্রান্ত দেহে করোনা ভাইরাস হয় (১) সেল বা কোষ দখল করতে করতে  করে নিজের বংশ বিস্তার করবে এবং অতিমাত্রায় কোষ দখল করে হোষ্ট দেহকে মেরে ফেলবে  অথবা (২) সেই হোষ্ট দেহ ঐ ভাইরাসের সাথে যুদ্ধ করার মত ইমিইনিটি ডেভলপ করে করোনার বংশ বৃদ্ধি করতে দেবে না ...

তাই  দখলকৃত হোষ্ট দেহ হতে বা মৃত হোষ্ট দেহ হতে বংশবিস্তার করা নতুন ভাইরাস যাতে ছড়াতে না পারে এবং ইমিউনিটি ডেভেলপ করে বেঁচে যাওয়া হোষ্ট দেহে বংস বিস্তার না করতে পেরে ব্যর্থতায় ধ্বংস হবার আগে যেন সে অন্য দেহে না ট্রান্সফার হতে পারে ... সে জন্যই দরকার আক্রান্ত হোষ্ট বা মানবকে সঙ্গনিরোধ (QUARANTINE) রাখা।

এভাবেই সার্স কোভিড-১৯ নামক চন্ডি ভাইরাস একসময়  ছড়াবে না....

একদম অবিশেষজ্ঞ চিন্তায় QUARANTINE এর তাৎক্ষণিক প্রয়োজনীয়তা সরলভাবে আমি এইরকমই বুঝি, ঠিক আছে কি?

#COVID-19

#QUARANTINE

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন