পৃষ্ঠাসমূহ

সোমবার, ৬ এপ্রিল, ২০২০

হয়তো

হয়তো করোনা ফেসবুকে
নিয়মিত পরিসরে পরিচিত গন্ডিতেও হানা দেয়া শুরু করে দেবে
হয়তো  রোজ রোজ মৃত্যুর চিত্রলেখা স্তম্ভে  হারায়ে যাবে কোন পরিচিত মুখ কিংবা পরিচিতর পরিচিত কিংবা তারও
...
হয়তো রোজ রোজ পরিসংখ্যানের সংখ্যা নতুন নতুন ডিজিট নিতেই থাকবে
হয়তো সংখ্যা গননাকারী নিজেই একদিন করোনায় ভরে উঠবে
হয়তো অনেকেই বেচে যাবে
হয়তো ভেকসিনও এসে যাবে
হয়তো ভেকসিনের চেহারা কেমন হবে দেখা হবে অনেকের
           হয়তো হবেনা কারও কারও
যারা এখন রোজ রোজ আক্রান্ত আর মৃত্যুর টালি গুনি
যারা করোনামুক্ত শেষ কানা গলির দেয়াল দিকে ছুটতেই থাকি
... এমনই বোধহয় মহামারী হয় -বৈশ্বিক মহামারী
কার জন্যে কোথায় কার আহাজারী
বাতাসে মেশার আগেই আহাজারীর শব্দ ও কন্ঠ বদলে যায়...
কত লাশ অজানায় অস্পৃশ্য পড়ে রয়
হয়তো এরই নাম প্রচন্ড অসহায়
হায় ভাইরাস করোনা- দুই
কবে বল থামবিরে তুই .... ?

৭/৪/২০

_________

স্থান: স্টে এট হম, ব্রীসবেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন