পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

Colors of the sky - a poem by LASIYAMA MAMUN



Colors of the sky

By Lasiyama Mamun
Age: 8+







There are many colors of the sky  
The sky in the morning is shades of yellow
The Colors in the sky make you feel mellow,
See the sky at breakfast it is blue
It is a calm colour and it soothes your brain;
In the after noon the colors turn pink red and purple and blue
It’s just so colourful it brings you joy
In evening the sky turns dark red
You prepare as it’s nearly time for bed
At last it is night the sky turns black
But tomorrow the sky once again
Will show it’s emotions till the end of the day
--

20/4/2020



আকাশের রঙ

আকাশের নানা রঙ
প্রভাতের আকাশে হলদে ছায়া
সে রঙ আকাশের  ছড়ায় মনে মায়া,
সকালের জলখাবারের বেলা -দেখো ঐ আকাশটা নীল
শান্ত সে নীল রঙ  মননে ছড়ায় প্রশ্রান্তি;
বিকেলে আকাশটা গোলাপী লাল কিংবা বেগুনী ও নীল
-রঙের বিচিত্র্য, আনন্দে ভরে ওঠে মন
সন্ধ্যাকালে ঘন রক্তিম রঙ আকাশে
মনে হয় যেন ঐ তো বিছানার ডাক আসে
এবং অবশেষে রাতে আকাশটা ঘন কালো
কিন্তু কাল আবার আকাশাটা 
       একইরূপে  নানা রঙের অনুভূতি 
         দেখাবে সকাল থেকে রাতোবধি.....

(অনুবাদ: মামুন ম. আজিজ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন