পৃষ্ঠাসমূহ

শনিবার, ২৩ মে, ২০২০

দ্বৈত ভূমিকায়

আমি যেখানে দাঁড়িয়ে দেখি সেখান থেকে
প্রায় পুরো রোডম্যাপ দেখা যায়...
প্রায়ই সময় হলে চেয়ে চেয়ে দেখি
সেই পরিচিত শ্রদ্ধেয় লোকটির চলার পথ-
পথে যত স্পর্শ তার

কিংবা তার কোন নিপুণ ভাস্কর্য গড়ার ঘটনা অথবা
তার হাঁটার ছন্দ..
অবলোকনটি অবসর সময়ের জন্য নয় তেমন মন্দ...
কিন্তু তারপর প্রায় প্রতিটি পদব্রজ তার শেষ হয়
এক একটি নর্দমায় নামার মুখে ... সে সিঁড়ি বেয়ে নেমে যাতে থাকে ...
অনেকদিন আগে যখন আমিও হাঁটতাম ঐ রোডম্যাপে
সে সময় মাটির নিচে নর্দমায় নেমে দেখে এসেছি-
খুবই সংকীর্ণ এবং প্রতিটি পথ সেখানে শেষ হয় অন্ধ দেয়ালে...
সেই পরিচিত পথিক-তাকে এখন দ্বৈত ভূমিকার অভিনেতা মনে হয় ...
তাই আপন খেয়ালে
রোডম্যাপে হেঁটে চলা নতুন পথিকের খোঁজ করি
যে নিয়মিত নামবে না নর্দমার অন্ধ সংকীর্ণতায় ...

#কবিতা
(দ্বৈত ভূমিকায়)

২৩/৫/২০২০ (করোনাসন)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন