১৯৯৮ থেকে ২০০৭ এই সময়কালে ইঞ্জিনিয়ারীং ( অনার্স ও মাস্টার্স) পড়ার আবহে, বিসিএস পরীক্ষা দেয়ার আবহে আর বিসিএস টেলিকমে কর্মযোগের আবহে ‘টেলিকমিউনিকেশন’ আর ‘ইন্টারনেট’ শব্দ দুটি মাথার মধ্যকার প্রসেসরটিকে বারবার চটকাতে হয়েছে... আসলে ঐ সময়টাতেই ঐ দুই প্রযুক্তি লাফিয়ে দাপিয়ে গতিময় ও বিস্তৃত হচ্ছিলো... পাঠ্যে, পরীক্ষায় বা ট্রেনিং ও কাজে বারবার ‘টেলি কনফারেন্স’ ও ‘ টেলি মার্কেটিং বা ই কমার্স’ আসিতেছে আসিতেছে শুনতে হতো....
বিসিএস লিখিত পরীক্ষায় বিজ্ঞান প্রশ্নপত্রে ‘ইন্টারনেট’ নিয়ে প্রশ্ন ছিলো... সেখানেও ইন্টারনেটের সুবিধায় ঐ দুইটা লিখেছিলাম, পাশে বসা একজন ডাক্তার জিগ্গেস করেছিলো ‘ মামুন ভাই ইন্টারনেটের দুইটা সুবিধা বলেন তো?’ ঐ দুটো বলেছিলাম...( বিনিময়ে কি জিগানো যায় , পরে মেডিক্যাল রিলেটেড একটা প্রশ্ন ছিলো - কোলেস্টরাল জাতীয় সম্ভবত... ঐ টা জিগাইছ্লাম... শোধবাদ)...
তো সেই টেলি কলফারেন্স আর ই কমার্স চলে আসায়িছিলো খুব দ্রুতই টেলিকমের ব্যান্ডউইথ বেড়ে যেতেই...
বিগত ছয়/সাত বছরে প্রচুর ভিডিও কনফারেন্সিং মানে ভয়েস কলের সাথে ভিডিও লোকজন বিশেষ করে নতুন প্রজন্ম ব্যাপক হারে ব্যবহার করতে শুরু করলো, ই-কমার্স তো আমাজন, ই-বে বিশ্বের সর্বোচ্চ মার্কেটিং পর্যায়ে নিয়ে গেলো...
তথাপি মাস পিপল, ওল্ড পিপল, ঘুনে ধরা পিপল ... ঐ দুইয়ে মন লাগাতেই পারছিলো না... ল্যান্ড ফোনের ভয়েস কলই তখনও অনেকের প্রিয়, বার্গেনিং না করে শুধু অনলাইন কেনাকাটায় মন ভরে না.....
সেই গ্রুপটারে টেলি কনফারেন্সীং আর ই কমার্সে এক্কেরে ঠেলে গুতিয়ে ঢুকিয়ে দিয়েছে চলমান কোভিড১৯ মহামারী ...
মহামারী পুঁজি করে মিথ্যা টেস্ট রিপোর্ট বানিয়ে বাংলাদেশ্ একদল হার্মাদ অর্থ বাটপারি করলেও প্রযুক্তি এই মহামারী পুঁজি করে তার থাবা বিস্তার করে ফেলেছে....
টেলি কলফারেন্সিং আর ই কমার্স এখন মানুষের জীবনের সাথে অতপ্রত জড়িয়ে গেছে....
পৃথিবীর ইতিহাসে তিনটি জিনিস বড় বড় পরিবর্তন ঘটানোর ওস্তাদি দেখিয়েছে বারবার - যুদ্ধ, ধর্ম আর মহামারী , তিনটারই ভয়াবহ রূপ ইতিহাসে ভরপুর আবার তিনটার কারনেই সভ্যতায় ব্যাপক পরিবর্তন বারংবার, ব্যাপক মানুষের মৃত্যুও।
তিনটার মধ্যে কিছু ঐতিহাসিক মিলও আছে - সে আরেক বিশাল আলোচনা। এখন থাক।
এই চলমান মহামারীতে ক্রীড়া আর এক্টিং ওয়ার্ল্ডের যে কি পরিমাণ টার্ণিং আসতে যাচ্ছে সেটাও নিকট ভবিষ্যতেই দেখা যাবে....
তবে #টেলি_কনফারেন্সীং আর #ই_কমার্স যথাক্রমে লাইভ চ্যাট আর অনলাইন কেনাকাটা হয়ে লাইফগুলোর পার্ট এন্ড পার্সেল হয়েই গেলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন