শব্দ গেছি ভুলে সেই ...
যেখানে ধূমেকতু গাছ মাটি ফুঁড়ে
বাতাস ছোঁয়- বছর ঘুরে ঘুরে ,
যেখানে আগোছালো কিঙ্করী এখনো
অচেনা ফসল বোনে কাদা জলে,
চোখের জল অলোক ছাড়িয়ে মিশে চলে
কাদা জলে তার
মাটি ফুঁড়ে বেরিয়ে আসা গাছের ছায়ায়
বিশ্রাম বছরে শুধু একবার...
কোন দর্শক চোখ রূপকথা ভাবে
বিস্মৃত শব্দের উপমায়
ধমনী শিরায় বেদনা যাতনায়
প্রবাহিত রূপকল্প সূর্য খাওয়া মেঘে
ডানামেলা পরী হয়ে কিঙ্করী ছবিু আঁকে
চশমাটা চোখে যেই দর্শক পরে নেয়
ধূমেকতূ গাছে দেখে লেখা আছে
'কবি হে তুমি আজও যাওনি চুলোয়?'-
তবে কিঙ্করী হাতে মিশে যাও কাদায়
যখন সূর্য ডুবে যাবে,
আমি ধূমেকতু গাছ বছরের তরে
ডুবে যাব মাটি ফুঁড়ে,
কবি হয়েছো, কাদা হতে কি ভয় পাও?
তুমিও যে শব্দভবে কিঙ্কর বা কিঙ্করী.....
কবি- বড্ড অকারণ ক্ষোভ আর বারাবারি।
#কবিতা
২৬/৭/২০২০
( কিঙ্কর বা কিঙ্করী কবি )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন