বৃষ্টির জলে ধুয়ে ধুয়ে যদি মহামারী ভেসে যেত
কত ভালো হতো !
অথত সমুদ্রগুলো পলিথিন আর প্লাস্টিকে আকণ্ঠ
গিলেছে তাই
তার নেই বুঝি মহামারী ধারনের তিল ঠাঁই...
আমরা বাতাসে বিষ ছেড়েছি
সমুদ্রে গলিত লাশ
প্রকৃতির সবুজ ছিঁড়েছি
ভেঙেছি প্রাণীর আবাস...
যুদ্ধে যুদ্ধে ভেবেছি এনেছি সভ্য জগত
রক্তে রক্তে লিখেছি ইতিহাসের পাতা
মহামারী এসে এসে ঘুরিয়েছে মোড়
হারিয়ে গেছে ইতিহাসের সব সাদা খাতা।
বৃষ্টির জলে মিলে মিশে যদি মহামারী ভেসে যেত
কত ভালো হতো!
অথচ মহামারীর প্রতিটি মৃত্যু আমরা চেয়ে চেয়ে দেখি
যারা জীবিত তাই
আমাদের উপর কি প্রকৃতির সামান্য দয়া মায়া নাই?
#কবিতা
২৭/৭/২০২০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন