-টিকে থাকার জন্য প্রধানত প্রয়োজন অক্সিজেন (বাতাস), খাদ্য এবং বাসস্থান।
-আর এই তিনকে যুঁতসই ও টেকসই করার জন্য প্রয়োজন শিক্ষা ও চিকিৎসা।
-আবার শিক্ষা ও চিকিৎসা উপযোগী ও কার্যকর করার জন্য প্রয়োজন সুষ্ঠু ব্যবস্থাপনা।
-আর সুষ্ঠু ব্যবস্থাপনা বাস্তবায়নের জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা, কার্যকরী আইন-কানুন এবং চিত্ত-বিনোদন।
-আর পুরো পক্রিয়ার আড়ালে প্রভাবক হলো অর্থ আর সময়।
::: এই তো সংক্ষেপে টিকে থাকার সরলরৈখিক চিত্রের কথ্য রূপ।
বাংলাদেশের প্রসপেক্টে ২য় স্তরে এসে শিক্ষা হয়ে গেছে দীর্ঘকাল ধরে এক্সপেরিমেন্টাল, এখনও এক্সপেরিমেন্ট চলছেই ... আর চিকিৎসা হয়ে গেছে অপ্রতুল মানে প্রয়োজনের তুলনায় কম... মানে তৃতীয় স্তরের সুষ্ঠু ব্যবস্থাপনায় ভজঘট।
শিক্ষা এমনতর স্টেবল হওয়া দরকার যাতে সবার মধ্যে নুন্যতম বিবেকবোধ, যুক্তিবোধ ও কুসংস্কারমুক্ত কমনসেন্স গ্রো করে। আর চিকিৎসা এমন হওয়া দরকার যাতে কোভিডের মত হঠাৎ মহামারীতে এলাকাভিত্তিক টেম্পোরারি চিকিৎসা কেন্দ্র, শয্যা, পথ্য, অক্সিজেন ইত্যাদি দ্রুত ব্যবস্থা করা সম্ভব হয় ...
শিক্ষা এবং চিকিৎসার স্টেবল ও সাসটেনেবল ব্যবস্থাপনার জন্য শিক্ষাবীদ, চিকিৎসক, রাজনীতিবীদ এই তিনের দূরদর্শীতা এবং প্রজ্ঞা যেমন দরকার তেমন দরকার জন সচেতনতা ও বোধ ।
আর আড়ালে প্রভাবক হতে হবে দূর্নীতিমুক্ত অর্থনীতি।
..... অনেক কিছু....অনেক প্যাচ।
তাহলে এখানেই ক্ষান্ত দেই।।
#টিকে_থাকার_জ্ঞান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন