টিনের চাল হতে টপ টপ
টপ টপ পানি পড়ে
বালু সরে, গর্ত হয়;
অথচ আকাশে নীল রঙ খেলা করে
কোন মেঘ নেই, বৃষ্টি নেই !
টিনের চাল হতে টপ টপ
টপ টপ পানি পড়ে
বালু সরে, গর্ত হয়;
তারপর চলে এল একদল বিশেষজ্ঞ
তারা বালু তোলে, বালুর গুনাগুন করে নিরীক্ষা...
তারপর সিদ্ধান্ত আর ব্যাখ্যা
সব শালা বালুর দোষ !... বালু তুলে মাটি ফেলো!
আমি উপদেশ দেই না, ভবিষ্যত বাণী করি না
আমি কোন অন্ধ বিশ্বাস করিনা ...
তবুও ওরা যদি টিনের চালে উঠে দেখতো
একটা পাইপ - একটা ফুটো...
অথবা আকাশেই না হয় দেখত মেঘ হীন
নীল অসীম !
(নষ্টের গোড়া)
#কবিতা
৮/৮/২০২১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন