পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

কি কও বুঝি না পাখি

পাখি এক করে রব...

জিগাইলাম তারে - ‘কি কও বুঝি না।’

পাখি কয় - তুই মূর্খ , বুঝোস না ক্যা?’
আমি হাসি , আমি কই - ‘ না বোঝা হইলো অজ্ঞতা
আর না বুইঝা আন্দাজে মারা হইলো মূর্খতা’
পাখি কয় - ‘কি কস বুঝিনা?’
রেগে যেয়ে বলি - ‘কই তোর মাথা মুন্ডু...তুই একটা গাধা
পাখি কয় - ‘এইবার তুই হইলি মূর্খ ... আমি গাধা এইটা হইলো তোর মনগড়া, আন্দাজে মারা।’
আমি কই - ‘ও পাখি কি কও বুঝি না।’
‘ কইতাছি তুই একটা যম মূর্খ, না হইলে আমার লগে কথা কস, জানোস না আমগো বাক স্বাধীনতা নাই...’
কই , ‘পাখি সে তো আমগো মানুষেরও নাই ‘
তারপর পাখি এক করে রব
পাখি এক উড়ে যায়
উড়ে যায় কল্পিত কথপোকথন....
# কি কও বুঝি না পাখি #
স্থান : ১৫০ বাস টু রানকর্ণ
২৭/৯/২০২১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন