এইখানে বসে আছি, ঘরের এক কোণে
মোবাইল ছিলো বলে রক্ষে এই ক্ষণে...
না যায় তাকিয়ে থাকা ট্রিটমেন্ট পানে
ডেন্টিস আর নার্স তা কি আর জানে
গেষ্ট এপিয়ারেন্স কন্যার সাথে এই মোর
সাকসন পাইপের ফস ফস শব্দ একটানা
হালকা মিউজিক বাজে - একদম অজানা
তবুও কানে বাজছে যা তা শুনতে মধুর
ডেন্টিস-নার্সের কথা শুনবো না ধূর ...
ওদের কাজ ওরা করুক আমি ফেসবুকে
ক’ লাইন ছন্দ মিলাই একটু ধূকে ধূকে
মুখে চাপা সাদা মাস্ক , শ্বাস বলে সরা
দূরে কোথাও করোনা, ‘আইতেছি দাঁড়া’...
ডেন্টিস্ট -নার্স মাস্ক এমনেতেই পড়ে
বসে বসে এক কোণে চোখে ঘুম ধরে...
শেষ হবে দাঁতে তার গুতোগুতি যবে
এক কোণে বসে থাকা ক্ষান্ত হবে তবে ....
... ডেন্টিস্টের চেম্বারে তিন্তিলীর দাঁতের ট্রিটমেন্ট চলছে...সেই ঘরে বসে থাকতে হবে অভিভাবক হিসাবে...
তাই সময় কাটালাম ছন্দে ...
30/9/2021
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন