পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

#যুদ্ধ

 মুঘল সম্রাট আকবর ১৫৬৮ সালে রাজস্থানের অন্যতম রাজত্ব মেওয়ারের প্রধান প্রাসাদ চিত্তর গড় দখল করার মানসে আক্রমন করে ও দখল করে। মুঘল সম্রাট আকবর ও মেওর অধিপতি উদয় সিংয়ের মধ্যকার ঐ যুদ্ধে আনুমানিক ৮০০০ সৈনিক ও ৩০০০০ সিভিলিয়ান নিহত হয় ।





আবার ১৮ জুন ১৫৭৬ মুঘল সম্রাট আকবর উদয় সিংয়ের পুত্র নতুন মেওয়ার রাজা মহারানা প্রতাপের সাথে যুদ্ধ করে পুরো মেওয়ার রাজত্ব দখল করতে চায় এবং এইবার উদয়পুর ( নতুন ক্যাপিটাল - চিত্তর গড় হারানোর পর) দখল করতে যাবার আগে যুদ্ধ শুরু হয় হলদিঘাট নামক এক স্থানে … এইখানে মহারানা প্রতাপ হেরে যায় এবং আকবর উদয়পুর, গোগান্ধা এবং কুম্বলগড় দখল করে ফেলে ( যদিও আকবরের মূল বাহিনী চলে যাবার পর আবারও পরে দখল নেয় মহারানা প্রতাপ)। লক্ষ্যনীয় হলো এইবার হলদিঘাট যুদ্ধে নিহতের সংখ্যা ৫০০ জন এবং সব হলো সৈনিক।
আজ থেকে ২০০ বছর আগে রাজা রাজরার যুগে এই দুইভাবে যুদ্ধ হতো…
রাজত্ব আক্রমন করে কিংবা একটা মধ্যবর্তী খোলা প্রান্তরে ।
সভ্য হবার পায়তারায় দ্বিতীয় স্টাইলটা বিলুপ্ত করতে পেরেছে যদিও মানব জাতি কিন্তু প্রথম স্টাইলটা আরও মারাত্মক বানিয়ে ছেড়েছে - দূর থেকে মিসাইল ছুড়তে শিখেছে, বিমান আক্রমন করতে শিখেছে, নিশ্চিদ্র ট্যাংক ঢোকাতে শিখেছে…
অথচ ‘ যুদ্ধ অনিবার্য’ এইটাই ভাবেন যেহেতু বিশিষ্ট সব পন্ডিত ব্যক্তিবর্গ , তাইলে দ্বিতীয় স্টাইলটাই বজায় রাখতেন , প্রথমটা একদম আইন করে
(জেনেভা কনভেশনের মত ) নিষিদ্ধ করে দিতেন … তাইলে তো আর সিভিলিয়ান ক্যাসুয়ালটির মহোৎসব হইতো না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন