( ২ বছর আগের স্ট্যাটাস কে একটা কবিতার মত গোছালে কি হয় দেখি…)
বিখ্যাত আত্মহত্যা বা প্রাকৃতিক মৃত্যুর
কতেক হয়তো আসলে খুন,
কিন্তু ইতিহাসের পাতা ঢুকে গেলে বিগত কালে
জানা যায়না সে সত্য বা মিথ্যে আর …
কারণ ‘সত্য কখনও লুকানো থাকে না’
- এ কথা মোলায়েম মখমলে হাত বুলানো
ফাঁকা মিছে সান্তনা বুলি বৈ কিছু নয়!
আলেকজান্ডার ভারত বর্ষে এসে কয়টা মশার কামড় খেয়েছিলেন
-এ সত্য আপনি কোনদিন জানতে পারবেন না-
এক জীবনে মশার কামড় আমি কয়টা খেয়েছি
কিংবা আপনি কটা খেয়েছেন -তাও জানা সম্ভব নয়...
এত হলো সূক্ষ্ম বিষয়।
আর স্হূল?
আলেকজান্ডার মাত্র ৩২ বছর বয়সে মারা গিয়েছিলেন কেনো
সেই স্হূল সত্যও কিন্তু আপনি জানেন না,
মাত্র ২৩২৫ বছর আগে ঘটা সেই মৃত্যুর প্রকৃত সত্য আজও অজানা 🤔
আবার আলেকজান্ডার আর জুলকারনাইন একই ব্যক্তি ছিলো কিনা
সে কথার কোন প্রমান কোথাও পাবেন না,
অনেকে ধারনা করে, অনেকে বিশ্বাস করে
...যুক্তি গুছিয়ে প্রবন্ধ লেখে, ইতিহাসের পাতা ভরায় …
ভরায় উইকির ডাটা…
সত্য আর বিশ্বাস সব সময় যে সমার্থক-কথাটা
-অনেক সময়ই সত্য নয়।
- মানে সত্য কত ঢাকাই রয়।
🤭
( কিছু সত্য আজীবনই থাকতে পারে ঢাকা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন