পৃষ্ঠাসমূহ

সোমবার, ২০ জুন, ২০২২

ভাটির দেশের অনেক জ্বালা

 ভাটির দেশের অনেক জ্বালা

শুকায় কভূ, কভূ ফোঁসে নদী-নালা
তাও যদি হয় উজান- সাগর মাঝে
উজান থেকে ঢল নামাটা এক্কেবারে বাজে
বৃষ্টি যখন লম্বা সময় উজান চষে জলে
ভাটির দিকে সে জল তখন সুরসুরিয়ে চলে
ভাটি নদীর দূকূলগুলো জলে ডুবে বন্যা
সাথে যদি বৃষ্টি হয়ে মেঘ দিয়ে যায় কান্না
মানুষ ভাটির দুঃখ তখন ভীষণ নিদারুণ
দেখা সহজ - সহ্য যার তার কাছেতে করুণ
(2022/সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্থ প্রতিজন মানুষের জন্য সমবেদনা জানাই)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন