পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

পক্ষীছড়া

 একে তো মহাসাগরের উপর দিয়া উইড়া বেড়াও

আবার লবন পানিও গিলতে পারো…
একবার সাগর ছাড়িয়া গাং চিল মানুষ হইয়া দেখো-
আমরা উড়বার না পারি, না পারি গিলতে লবন পানি
কিন্তু আমরা হগ্গলেই সাগর জলে ময়লা ফেলতে জানি…
(জ্ঞানঃ গাংচিল বা SeaGull সহ অধিকাংশ sea bird এর চোখের উপর সল্ট গ্লান্ড থাকে যা সমুদ্রের লবণ পানি থেকে লবন আলাদা করে ফিল্টার করে মুখ দিয়ে বের করে দিতে পাখিকে সহায়তা করে)









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন