পৃষ্ঠাসমূহ

সোমবার, ১১ জুলাই, ২০২২

পক্ষীছড়া ( লাল মুখী মালকোহা )

 লাল মুখী মালকোহা হঠাৎ সিংহলের শ্বেত প্রসাদের উপর দিয়ে যাচ্ছিলো উড়ে

লাল মুখ তার আরও লাল হলো দেখে চেয়ে আজ সেখানে
পাল পাল লোক শুধু ঘোরে
ঐ প্রাসাদের উপরে কত উড়েছে সে , কত বিষ্ঠা সে ফেলেছে ঐ শ্বেত ছাদে
দেখতো কেউ নড়ে না চড়ে না কভূ, চুপচাপ, যেন নিরবতাও একা একা কাঁদে।
সেইখানে পাল পাল লোক শুধু ছুটছিলো,
কেউ কেউ ধুপধাপ পুলে লাফ দিচ্ছিলো,
আর কেউ যেন হাসি মুখে তুলছিলো জীবনের শ্রেষ্ঠ সেলফি খানা
আরও কি যা খুশি করছিলো-
ভেতরে যায়নি বলে মালকোহা জানলো না ।
(Red Faced Malkoha শ্রীলংকার একটি খুব কমন পাখি, এটি কোকিল জাতীয় অনেকটা এবং এটা সাধারণ ঘন জঙ্গলেই থাকে)।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন