♣️♥️♠️♦️
কেউ বলে উড়ে আসে, কেউ বলে ভাব
কেউ বলে করে ভর , কেউ আবার পোসেসড
আবার কেউ প্রসব বেদনাও বলে ফেলে
আমি বলি চাগান দেয়- চাগান
হুম যখন কবিতার মত বাক্য চয়ন হয় তার আগে
যখন শব্দগুলো এলেমেলো থেকে শায়িত হয় শয্যায়
মানে ঐ একটা কবিতা হয় …
কেউ মানে কেউ মানে না আরকি
কিন্তু যার চাগান দেয় মানে যার মাথায় এসে করে ভর
শব্দ - বাক্য- ভাব- জড়তার খোলা সূতো
কবিতা কি আর - সেই সূতো ছাড়ানোর ছুতো,
চাগানের উপশম - ভারমুক্তি— এরপর
শুরু হবে অর্থ খোঁজার যুক্তি
যুক্তির ঘনঘটায় কেউ হবে কবি- কেউ যাচ্ছেতাই
আর কেউ কেউ আমার মতই হুদাই হুদাই ….
কিন্তু তারপর…
আবার চাগান দেবে — সে আরেক মিথলজি
চাগান মুক্তিই লক্ষ - বাকী কি আর আমি বুঝি ….
( চাগান দেয়া মানে কবিতা আর কি)
২২/৭/২০২২
mamunmaziz.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন